Tiktok এর বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন | Tiktok | ItHomeBD

আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এসময়ের জনপ্রিয় একটি platform টিকটক নিয়ে আলোচনা করবো।
tiktok


 আশা করি সম্পূর্ণ লেখাটি পড়বেন। টিকটক হলো বর্তমান সময়ের একটি জনপ্রিয় অ্যাপ। ব্যাপক ভাবে জনপ্রিয় এই App বিশেষ কি কি কারণে এত জনপ্রিয় সেটা হয়ত অনেকেই জানে না। এই মুহূর্তে ১.৫ বিলিয়নের বেশি ইউজার এই অ্যাপটির সফলতার পেছনের কারণ নিয়েই আজকে আমার এই পোস্ট লেখা।

TikTok এর জনপ্রিয়তা

বর্তমানে App Store এ সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে সবচেয়ে জনপ্রিয় App হলো টিকটক। একই ভাবে নন-গেম এর দিক থেকেও এটিই সেরা,এই অবস্থানে আসতে এপটির সময় লেগেছে দুই-বছর। App টির কনটেন্ট প্রতিনিয়ত শেয়ার হচ্ছে ফেসবুক,ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে। বেশিরভাগ ব্যবহারকারী টিকটককে কে শুধুমাত্র গানের সাথে অভিনয় করার App হিসেবে দেখলেও এটি এমন একটি অ্যাপ যাতে ইউজারদের চাহিদা মত সকল সুবিধা রয়েছে। ইউজাররা এখানে একই সাথে meme শেয়ার, সাইন্স এক্সপেরিমেন্ট, সৃজনশীল কন্টেন্ট তৈরি করতে পারে।

TikTok এর সূচনা

আপনাদের অনেকের মনে টিকটক এর সূচনা নিয়ে প্রশ্ন আসতে পারে। TikTok এর মালিকানায় রয়েছে  ByteDance নামের একটি চীনা কোম্পানি। ২০১২ সালে Zhang Yiming নামক মাইক্রোসফটের এক সাবেক ইঞ্জিনিয়ার ByteDance প্রতিষ্ঠিত করে এবং এর সদর দপ্তর বেইজিং এ অবস্থিত।
বর্তমানে ByteDance বাজার মূল্য প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
Zhang Yiming চীনের ফেসবুক ভার্সন সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করে বেশ আলোচিত হয়েছেন।
২০১৬ সালে চীনে Doyenne নামে একটি শর্টফর্ম ভিডিও অ্যাপ প্রকাশ করা হয় । অনেক কম সময়ের মধ্যে অ্যাপটি মিলিয়ন ইউজার তৈরি করতে সক্ষম হয়। ২০১৭ এর দিকে তারা তাদের এই আবিষ্কার অন্যান্য দেশের মধ্যেও প্রয়োগ করার সিদ্ধান্ত নেয় কিন্তু সেই সময় তাদের বড় একটি প্রতিদ্বন্ধী অ্যাপ ছিল Musically যা তখন প্রথম সারির অ্যাপ হিসেবে বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছিল। ২০১৭ সালের দিকে Musically এর মালিকানা কোম্পানি আর্থিক ভাবে কিছুটা সমস্যায় পড়লে ByteDance তাদের ১ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়। Musically কিনে নেয়ার পর ByteDance এটিকে TikTok এর সাথে একত্রিত করে বিশ্বব্যাপী লঞ্চ করে।

ByteDance এর নতুন পদক্ষেপ

ByteDance কম্পানি সোশ্যাল মিডিয়া অ্যাপ দিয়ে তাদের বিজনেস শুরু করলেও এখন তারা স্মার্টফোন তৈরির কথা ভাবছে। ইতিমধ্যে তারা একটি ফোন লঞ্চও করেছে যার নাম দিয়েছে Smartisan Jianguo Pro 3..
Smartisan Jianguo Pro 3 ২০১৯ সালের শেষ দিকে রিলিজ করা হয়।

ভিন্ন সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতা

টিকটক অন্য সকল সোশ্যাল মিডিয়া থেকে পাওয়ারফুল টুল ব্যবহার করে যা ইউজারদের দেয় দুর্দান্ত সোশাল মিডিয়ার অভিজ্ঞতা। টিকটক আপনি যত বেশি ব্যবহার করবেন এটি ততবেশি শিখবেন। এখানে ফলো অপশন থাকলেও তারা সব সময় ফলো অনুযায়ী ফিড দেবে এমনটি বেশি দেখা যায় না। আপনি যেসমস্ত ভিডিওতে বেশি সময় দেবেন সেই ক্যাটাগরির ভিডিও গুলো আপনার ফিডে বেশি আসা শুরু করবে, আর যেগুলো ignore করবেন সেগুলো কম আসবে। আর এই ধারনাটি TikTok কে Facebook, YouTube, Spotify এবং Netflix থেকে আলাদা করেছে।

TikTok এর আয়ের উৎস

অনেকে প্রশ্ন করতে পারেন টিকটক কিভাবে আয় করে?
স্বাধারণত TikTok এডের মাধ্যমে আয় করে এবং এর সাথে emoji, Sticker এর মত ভার্চুয়াল প্রোডাক্ট বিক্রি করেও আয় করে।

TikTok এর প্রভাব এবং বিতর্ক

টিকটক এতটাই জনপ্রিয় যে ভারত এবং চীনের প্রত্যন্ত গরিব অঞ্চল গুলোতেও অ্যাপটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দেখা গেছে টিকটকের ২৫% ডাউনলোড আসে শুধুমাত্র ভারত থেকেই যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় এই অ্যাপটি একই সাথে বেশ বিতর্কিত। সম্প্রতি তথ্য চুরি এবং অনলাইনে শিশু অধিকার খর্ব করার জন্য প্রতিষ্ঠানটি Children's Online Privacy Protection Act, অথবা COPPA এর দ্বায়ে ৫.৭ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছে। অ্যাপটি চীনের হওয়াতে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে টিকটিক নিয়ে কথা চলে,এমনকি ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নিজেও এই অ্যাপের বিরুদ্ধে কথা বলেছে।
শুধু Mark Zuckerberg ই নয় বড় বড় টেক কোম্পানি গুলোর লিডাররাও এই অ্যাপ নিয়ে তাদের উদ্বিগ্নতা প্রকাশ করছে।
TikTok ব্যাপক ভাবে জনপ্রিয়তা পাওয়ার কারণ জানতে হলে আপনাকে অ্যাপটি ইন্সটল দিতে হবে এবং কিছুক্ষণ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে এমন অ্যালগরিদম ব্যবহার করা হয় যেখানে ইউজারদের কাছে এটা বেশ আকর্ষণীয় হয়ে উঠে৷ যাইহোক TikTok যেভাবে নতুন প্রজন্মকে টার্গেট করেছে, হয়তো এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী কোম্পানি হতে আর বেশি দেরি নেই। আশা করি আমার লেখাটি আপনি উপভোগ করেছেন এবং নতুন কিছু জানতে পেরেছেন। যদি আমার লেখাটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।ধন্যবাদ
Post a Comment (0)
Previous Post Next Post