Keyword Research কি? কি-ওয়ার্ড রিসার্চ কেন এবং কিভাবে করতে হয়?

Search Engine Optimaization (SEO) এর ক্ষেত্রে Keyword হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। 

what is keyword research


 আমাদের ওয়েবসাইট এ কোনো বিষয়ে পোস্ট করার আগে যদি আমরা পোস্টের Keyword বা বিষয়টি নিয়ে গবেষণা না করি তাহলে আমাদের পোস্ট গুগলে Rank করানো সম্ভব নয় কারণ আমরা যে পোস্ট করবো সেই পোস্টের কোন কোন keyword দিয়ে মানুষ Search Engine গুলোতে কি পরিমাণ সার্চ করে বা কোন কিওয়ার্ড দিয়ে পোস্ট করলে আমাদের পোস্ট Ranking এ Top এ আসবে তা বের করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমরা পছন্দ মতো যে keyword নিয়ে আর্টিকেল লিখবো সেখানে কোন কোন ওয়েবসাইট গুলো আমাদের প্রতিযোগী হতে পারে এবং কি কি কাজ করলে সকল প্রতিযোগীকে পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারবো তা কেবলমাত্র কিওয়ার্ড রিসার্চের মাধ্যমেই স্পষ্ট ধারনা নেওয়া সম্ভব হয়। আমরা যখন আমাদের ওয়েবসাইট এ কোন আর্টিকেল লিখি, তখন কোন নির্দিষ্ট কিওয়ার্ড কে কেন্দ্র করে সম্পূর্ণ পোষ্টের আর্টিকেল সাজিয়ে গুছিয়ে সকলের সামনে উপস্থাপন করি। এতে সার্চ ইঞ্জিন গুলো সেই পোষ্টের কিওয়ার্ড এর গুরুত্ব বুঝতে পেরে সার্চ ক্যোয়ারি অনুসারে সার্চ রেজাল্টের তালিকায় Rank অনুসারে শো করে। এ জন্য যদি কেউ নিদিষ্ট কিওয়ার্ডকে তুলে ধরে keyword density মেনে চলে আর্টিকেল লেখে তখন Search Engine গুলো তার আর্টিকেলকে Rank করে।


কিওয়ার্ড(keyword) কি?

আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য খুজে পেতে যে শব্দ বা বাক্য লিখে সার্চ করি সেগুলোই মূলত keyword। keyword গুলো একটি শব্দ বা একাধিক শব্দ নিয়ে তৈরি একটি বাক্য হতে পারে। search engine গুলো সাধারণত কিওয়ার্ডকে কেন্দ্র করেই একটি আর্টিকেলকে র‌্যাংক করে।

কিওয়ার্ড কিভাবে কাজ করে?

 ধরুন আমাদের একটি ওয়েবসাইট আছে যেখানে আমরা নানা ধরনের laptop sell করি। আমরা যখন কোনো পোস্ট করি তখন সেখানে অবশ্যই laptop এর যাবতীয় তথ্য দেওয়া থাকে। এখন যদি কেউ laptop কেনার জন্য গুগলে "Hp laptop" লিখে সার্চ করবে তখন গুগল তার স্টোরে থাকা যেসকল কিওয়ার্ড সার্চ করা কিওয়ার্ড এর সাথে মিল আছে এমন তথ্য গুলো ধারাবাহিক ভাবে রেজাল্ট পেইজে দেখায়। এভাবে মূলত কিওয়ার্ডের মাধ্যমে সার্চ ইঞ্জিন একটি পোস্টের র‌্যাংকিং নির্ধারণ করে।

কিওয়ার্ড রিসার্চ কি? ( what is keyword research?)

আমরা যখন আমাদের ওয়েবসাইট এ laptop নিয়ে পোস্ট করবো তার আগে অবশ্যই আমাদের জানতে হবে laptop এর কোন বিষয়গুলো নিয়ে ভিজিটর গুগলে সার্চ করে বা laptop বিষয়ে তারা কি কি জানতে চায়। সেই বিষয়গুলো নিয়েই আমাদের পোস্ট করতে হবে। এজন্য নানা ধরনের টুলস এর মাধ্যমে laptop এর কি বিষয়ে মানুষ বেশি সার্চ করে বা laptop নিয়ে পোস্ট করলে কোন ওয়েবসাইট গুলো আমাদের কম্পিটিটর হতে পারে সেগুলো জানার সিস্টেমকেই কিওয়ার্ড রিসার্চ বলা হয়।
keywords research


 

কিওয়ার্ড রিসার্চ জরুরী কেন?

যে কারণ গুলোর জন্য কিওয়ার্ড রিসার্চ জরুরী তা নিচে ধারাবাহিক ভাবে দেওয়া হলোঃ 
 ১/ আমরা যে বিষয় নিয়ে পোস্ট করবো সে বিষয়ের সাথে সম্পর্কিত কি ধরনের কিওয়ার্ড লিখে অনলাইনে সার্চ করা হয় সেটা জানার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। 
 ২/ সেই কিওয়ার্ড লিখে কি পরিমান সার্চ করা হয় সেটি জানার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। 
 ৩/ সেই কিওয়ার্ড নিয়ে পোস্ট লিখলে পোস্ট Rank করতে পারবেন কি না, কোন কোন ওয়েবসাইট আমাদের পোস্টের সাথে কম্পিটিশন করবে, পোস্ট Rank করার জন্য কি কি করতে হবে ইত্যাদি বিষয়ে জানার জন্যই কিওয়ার্ড রিসার্চ করতেই হবে।

কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়?

অনলাইনে অনেক গুলো টুলস আছে যুগোর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আসলে কোনো টুলস ছাড়া কিওয়ার্ড রিসার্চ সম্ভব না। তবে যেসকল টুলস গুলো পাওয়া যায় তার মাধ্যে বেশিরভাগ টুলস হলো পেইড টুলস যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। ফ্রি টুলস গুলো দিয়ে কাজ করতে পারবেন তবে সেখানে কিছু লিমিটেশন থাকে। তাই প্রোফেশোনালি কাজ করার জন্য আমাদের পেইড টুলস গুলোই ব্যবহার করতে হবে। নিচে কিছু ফ্রি এবং পেইড টুলসের নাম দেওয়া হলোঃ
 2/ Google Trends (FREE)
 3/ Semrush (PAID) 
 4/ https://ahrefs.com/(PAID)
 5/ https://kwfinder.com/ (PAID)  
6/ https://www.spyfu.com/ (PAID
 7/ https://majestic.com (PAID)
 8/ https://longtailpro.com (PAID)
 9/ http://www.marketsamurai.com (PAID)
 10/ https://keywordseverywhere.com (PAID)

আর্টিকেল এ Keywords ব্যবহার করবো কিভাবে?

আমাদের শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করলেই হবে না। আমরা যে বিষয়ে পোস্ট লিখবো সেই আর্টিকেল এর বিষয়বস্তুর কাঙ্খিত Keyword গুলোর Density বজায় রেখে যত সুন্দরভাবে যথাস্থানে ব্যবহার করতে পারবো সার্চ ইঞ্জিন পোষ্টটিকে তত বেশি গুরুত্ব দেবে। নিচে কিছু নিয়ম দেওয়া হলো যেগুলো অনুসরণ করে আমরা keyword এর সঠিক ব্যবহার করতে পারবো।

Long Keywords:

আমরা যখন নতুন কোনো ওয়েবসাইট এর কাজ শুরু করবো তখন আমরা ছোট কিওয়ার্ড এর পরিবর্তে একটু বড় কিওয়ার্ড নিয়ে কাজ করবো কারণ নতুন ওয়েবসাইট এ ছোট কিওয়ার্ড দিয়ে ভিজিটর পাওয়া অনেক কষ্টসাধ্য। তাই আমরা সাধারণের থেকে একটু বড় এবং Low Competition এর কীওয়ার্ডগুলি ব্যবহার করবো । তাছাড়া বেশিরভাগ SEO Expart এর মতে বড় কিওয়ার্ড গুলো দিয়ে নতুন ওয়েবসাইট গুলোতে ভালো ট্রাফিক পাওয়া সম্ভব । আমাদের ওয়েবসাইট যখন পুরাতন হয়ে যাবে এবং র‌্যাংকিং বাড়তে থাকবে, তখন ছোট এবং High Competition এর কীওয়ার্ড ব্যবহার করলেও সমস্যা নেই।

জনপ্রিয় কিওয়ার্ড ব্যবহারঃ

আমরা যদি এমন কোনে কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখি যে কিওয়ার্ড দিয়ে অনেক মানুষ সার্চ করে তাহলে আমাদের ওয়েবসাইট এ ভিজিটর পাওয়া অনেক অসম্ভব ব্যাপার। তাই জনপ্রিয় কীওয়ার্ডগুলি High Competitive হলে সেগুলির সাথে আরও কিছু কীওয়ার্ড যোগ করে আমরা ব্যবহার করতে পারি।

Keyword Density:

keyword density হলো আমাদের নির্ধারিত keyword টি একটি পোস্ট এ কত বার দেওয়া আছে। ধরুন আমাদের একটি ওয়েবসাইটের কোন পেইজে ৫০০ শব্দ আছে এবং সেই ৫০০ শব্দের মধ্যে ৫০ বার কীওয়ার্ড ব্যবহার করি। তাহলে বলা যাবে ৫০ টাইমস কীওয়ার্ড ব্যবহার হয়েছে এবং সেখানে কীওয়ার্ড ডেনসিটি হল ৫%। সাধারনত একটি ওয়েবসাইটের কীওয়ার্ড ডেনসিটি ৫-৭% এর মধ্যে থাকা ভালো । তাই আমরা পোস্টের শুরু,শেষ,ইমেজ এবং গুরুত্বপূর্ণ জায়গা গুলোতেই keyword গুলো ব্যবহার করবো। আশা করি আপনারা keyword এবং keyword research নিয়ে ভালো ধারণা পেয়েছেন। আরো বিস্তারিত জানতে কমেন্ট করতে পারেন এবং আপনার যদি মনে হয় আমাদের এই কথা গুলো আপনার বন্ধুও জানা দরকার তবে আপনি বন্ধুদের সাথে আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Post a Comment (0)
Previous Post Next Post