SEO কি? | কেন এবং কিভাবে করবো? | Seo Tutorial | ItHomeBD

এসইও (SEO) অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দটার সাথে আমরা সবাই কমবেশি পরিচিত আবার অনেকের কাছে এটা একদম নতুন বিষয়। আমরা যদি আমাদের ওয়েবসাইট এ SEO করি তাহলে  সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসে। আজকে আমাদের এই পোস্টের বিষয় SEO কি? কিভাবে SEO করতে হয়? তো শুরু করা যাক।
what is seo


 

এসইও কি? ( What is SEO?)

SEO হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে আপনার ওয়েবসাইটের পেজকে একটা নির্দিষ্ট কিওয়ার্ড এর ভিত্তিতে সার্চের মাধ্যমে google,yahoo,bing সহ অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে প্রথম পর্যায়ে অবস্থান করানো হয়। এখানে google এর সাথে yahoo অথবা bing এর নাম গুলো উল্লেখ করলেও বেশিরভাগ মানুষ google কে টার্গেট করে seo করে থাকে কারণ বর্তমানে গুগলেই সব থেকে বেশি সার্চ করা হয়। এককথায় বলা যায় seo হলো ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় আনার জন্য একটা প্রযুক্তিগত কৌশল।

 

SEO করা প্রয়োজন কেন?

ধরুন,আমাদের একটা ওয়েবসাইট আছে যেখানে আমরা অনলাইনে পণ্য বিক্রয় করে থাকি। আমরা যদি ওয়েবসাইট বানিয়ে হাজার হাজার প্রোডাক্ট এড করে বসে থাকি যে ভিজিটর একা একা এসে তারা প্রোডাক্ট কিনবে তাহলে তো হবে না। আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে চান তবে আপনার ওয়েবসাইট এমন ধরনের ভিজিটর আনতে হবে যাদের আপনার ঐ প্রোডাক্ট টির দরকার আছে এখন আপনি কিভাবে বুঝবেন যে কার কি দরকার? এসকল কাজ গুলো করার জন্য আমরা seo করে থাকি,, যেমন ধরুন আমাদের ওয়েবসাইট এ আমরা মোবাইল বিক্রি করি। তাহলে আমরা যদি Buy Mobile অথবা Vivo/Oppo/Iphone mobile price কিওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইট টা গুগলে rank করাবো তখন যদি কেউ Buy Mobile লিখে সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইট এর নাম চলে আসবে যার মাধ্যমে আপনি অনেক ভিজিটর পাবেন যাদের মোবাইল দরকার আছে। এসকল কাজ করার জন্য মূলত SEO করা হয়।

এসইও কত প্রকার ও কি কি?

আমরা সাধারণত জানি SEO দুই প্রকার। ১/ অন পেইজ এসইও ২/ অফ পেইজ এসইও তবে সঠিক ভাবে বলতে গেলে দুইপ্রকার seo হচ্ছে ১/ অর্গানিক এসইও ২/ পেইড এসইও আবার অর্গানিক এসইও এর মধ্যেই আছে- অন পেজ এসইও এবং অফ পেজ এসইও অর্গানিক এসইও এবং পেইড এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সকল নিয়ম গুলো মেনে আমাদের ওয়েবসাইট টি rank করাবো এবং search পেইজের উপরে শো করবে তখন সেটা অর্গানিক এসইও আবার যখন কোনো প্রতিষ্টান তাদের ওয়েবসাইট কে টপে রাখার জন্য গুগলকে টাকা দেয় তখন সেটা পেইড এসইও।

অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কি ?

একটি ওয়েবসাইট কে ভিজিটরের সামনে সুন্দর করে উপস্থাপন করতে যে যে কাজ গুলো করতে হয় সেগুলো হলো অন পেইজ এসইও এবং অন পেইজ এসইও এর কাজ করার পর ওয়েবসাইট এর এড্রেস বিভিন্ন সোশ্যাল মিডায়া কিংবা অন্যান্য ওয়েবসাইট শেয়ার করাকে অফ পেইজ এসইও বলে। একটি ওয়েবসাইট rank করানোর জন্য অন পেইজ এবং অফ পেইজ দুই ধরনের এসইও এর প্রয়োজন আছে।

হোয়াইট হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও কি?

যে সকল ডেভোলপার গুগলের সঠিক গাইড লাইন মেনে কাজ করে তাদের হোয়াইট হ্যাট এসইও বলে আবার যারা গুগলের নিয়ম ভঙ্গ করে rank করানোর চেষ্টা করে তাদের ব্ল্যাক হ্যাট এসইও বলে

কিভাবে নতুন ওয়েবসাইটের জন্যে এসইও করতে হয়?

আসলে ওয়েবসাইট এ কিভাবে এসইও করতে হয় সেটা একটা পোস্টে লিখে জানানো সম্ভন নয়। গুগল প্রতিনিয়ত তাদের নিয়মের পরিবর্তন আনে আপনাকে সেইসব নিয়ম গুলো মেনে কাজ করতে হবে।

বেসিক এসইও সেটিংসঃ

প্রথমে আপনার ওয়েবসাইট টিকে সুন্দর ভাবে সাজাবেন তারপর google search console এ এড করবেন। তারপর google analysts এ এড করবেন

অনপেজ এসইওঃ

আপনার পোস্টের url যেন ছোট হয় সেদিকে নজর রাখবেন। ইউআরএল এর ভেতরে আপনার নির্ধারিত কিওয়ার্ড ব্যাবহার করবেন। পোস্ট এর টাইটেল এ অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করবেন এবং ট্যাগ গুলো ব্যবহার করবেন। পোস্টের মাঝে ইমেজ ব্যবহার করলে অবশ্যই alt ট্যাগ ব্যবহার করবেন এবং খুব বুদ্ধিমত্তার সাথে internal এবং external লিংক ব্যবহার করবেন

টেকনিক্যাল এসইওঃ

google search consol এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের এর Errors সনাক্ত করে নিবেন। আপনার ওয়েবসাইটটিকে অবশ্যই রেস্পন্সিভ এবং মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা নিশ্চিত হয়ে নিবেন।

কনটেন্ট লেখার পদ্ধতিঃ

এসইও এর ক্ষেত্রে কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি আপনার ওয়েবসাইট এর জন্য অবশ্যই ১০০% ইউনিক কনটেন্ট লিখবেন। কনটেন্ট এর মাঝে প্রয়োজন হলে ইমেজ এবং ভিডিও এড করতে পারেন।

ব্যাকলিংক(Backlink) তৈরি করবেনঃ

ওয়েবসাইট প্রচার করার জন্যই মূলত ব্যাকলিংক ব্যবহার করা হয়। আপনি প্রথমে আপনার কিওয়ার্ড এর কিছু কম্পিটিটরদের ব্যাকলিংক রিসার্চ করেন নিবেন এবং অবশ্যই ভালো কোনে ওয়েবসাইট এর থেকে ব্যাংকলিংক নিবেন। ব্যাংকলিংকে আপনার ওয়েবসাইট লিংক দেওয়ার সময় অবশ্য ভালো কোনো Anchor টেক্সট দিবেন পারলে কিওয়ার্ড দিয়ে দিবেন। আসলে এসইও কিভাবে কাজ করে এর পরিপূর্ণ সমাধান কেউ একবারে দিতে পারবে না কারণ হলো গুগলের আপডেট। 


আজকে যে বিষয় টা নিয়ে কথা বললাম যদি কেউ ভালো বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে আমি সকল এই সেক্টর এর সকল বিষয় গুলো একটি একটি করে আপনাদের সামনে তুলে ধরবো এতে আপনাদের ভালো হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Post a Comment (0)
Previous Post Next Post