বর্তমানে প্রযুক্তির যুগে প্রায় সকলেরই একটি ওয়েবসাইট থাকে। কেমন হয় যদি আপনার বানানো ওয়েবসাইটটি দিয়ে ঘরে বসেই ভালো পরিমাণ টাকা ইনকাম করা যায়!!! ব্যাপার টা মজার না। আমাদের আমাদের এই পোস্টের উদ্দেশ্য হলো নিজের ওয়েবসাইট থেকে কোন কোন উপায়ে টাকা ইনকার করা যায় তা তুলে ধরা।
বর্তমানে অনেকেই একটি ওয়েবসাইট তৈরি করে আয় করাকে বর্তমান সময়ে এক আধুনিক ও স্মার্ট ক্যারিয়ার হিসেবে গ্রহণ করছে।
ওয়েবসাইট থেকে টাকা আয় করার বিষয়টা সম্পূর্ণ বাস্তব এবং অনেকেই এর মাধ্যমে টাকা ইনকাম করছেন।
আপনিও নিজের ওয়েবসাইট থেকে প্রতিমাসে টাকা আয় করতে পারবেন যদি একটু হার্ড ওয়ার্ক এবং একটু টাইম দিতে পারেন। তাহলেই আপনার বানানো ওয়েবসাইট টি হতে পারে আপনার আয়ের একটু বড় উৎস
ওয়েবসাইট থেকে আয় করতে কি কি জানা লাগবে?
আপনি যদি সাধারণ কিছু HTML কোডিং, ওয়েবসাইট পরিচালনা করার মতো জ্ঞান,সাইটে কনটেন্ট যোগ করার জ্ঞান থাকলেই আপনি আপনার ওয়েবসাইট থেকে খুব সহজেই আয় করতে পারবেন।
কি কি উপায়ে ওয়েবসাইট থেকে আয় করা যায়?
আজকের এই পোস্টটে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন কোন উপায়ে নিজের ওয়েবসাইট থেকে আয় করা সম্ভব। আপনি যদি কাজ গুলো সঠিক নিয়ে কারতে পারেন তাহলে সফল ভাবে আয় করতে পারবেন।
তবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে না হলে ভুয়া কম্পানি গুলো আপনাকে ঠকিয়ে চলে যাবে।
আমি আপনাদের সাথে আজ বেশ কয়েকটি উপায় সম্পর্কে বলবো তবে আগেই বলে রাখি অনলাইনে কাজ করতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আপনার হাতে যদি সময় না থাকে তাহলে এইসব কাজ শিখে আপনি কিছু করতে পাররবেন না।
তো চলুন শুরু করা যাক।
Affiliate marketing দ্বারা আয় করুন
যখন আপনারর ওয়েবসাইট এ প্রচুর ভিজিটর আসা শুরু করবে তখন আপনি Affiliate Marketing এর কাজ করে আয় করতে পারবেন
এজন্য আপনাকে বিভিন্ন অনলাইন মার্কেট গুলোতে যুক্ত হয়ে তাদের প্রোডাক্ট গুলো Affiliate লিংক আপনার ওয়েবসাইট প্রচার করতে হবে। আপনার ওয়েবসাইট এ আসা কোনো ভিজিটর যদি আওনার দেওয়া সেই লিংকে গিয়ে কোনো প্রোডাক্ট কিনে তাহলে আপনি সেখান থেকে কমিশন পাবেন। এই কাজকে Affiliate Marketing বলে।
Affiliate Marketing করার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো
Amazon.
এখানে কাজ করার জন্য আপনাকে একটু Affiliate Account করে সেখান থেকে লিংক নিয়ে আপনার ওয়েবসাইট এ বসাতে পারবেন।
ওয়েবসাইটে Google adsense বিজ্ঞাপন দেখিয়ে আয়
নিজের ওয়েবসাইট থেকে আয় করার সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি করা যায় Google Adsense এর মাধ্যমে। আপনার ওয়েবসাইট এ যখন ভালো ভালো কিছু কনটেন্ট এবং নিয়মিত কিছু ভিজিটর থাকবে তখন আপনাকে Google Adsense এ আবেদন করতে হবে যদি গুগল আপনার আবেদন টি গ্রহণ করে তাহলে আপনি গুগলের দেওয়া এড কেড গুলো ওয়েবসাইট এ বসিয়ে আয় করতে পারবেন। আপনার সাইটে যত ভিজির আসবে আপনার ইনকাম তত বেশি হবে।
তবে জন্য আপনাকে
SEO এর ব্যবহার করতে হবে
Ad space sell থেকে আয়
অনেক সময় দেখা যায় গুগল আমাদের এডসেন্স এর আবেদন বাতিল করে দেয় বা আমাদের এডসেন্স পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায় তখন আপনি বিভিন্ন কম্পানি এর সাথে সরাসরি কথা বলে সরাসরি তাদের থেকে অর্ডার নিয়ে আপনার ওয়েবসাইট এ তাদের কম্পানির এড দেখাতে পারেন তবে এজন্য আপনার ওয়েবসাইট এ প্রচুর ভিজিটর থাকতে হবে।
ক্লায়েন্ট খোজার জন্য আপনি
BuySellAds ওয়েবসাইট টি ব্যবহার করতে পারে্বেন।
Direct sponsored articles লিখে আয়
আমরা অনেক ওয়েবসাইট দেখি যেগুলোতে কোনো এড দেখানো হয় না। তাহলে তারা আয় করে কিভাবে?
আসলে তারা direct sponsored articles বা posts publish করে।
এক্ষেত্রে, company গুলো কিছু ওয়েবসাইট কে তাদের products এবং services এর সাথে সম্পর্কিত আর্টিকেল লিখার জন্য বলেন। এর মাধ্যমে ওয়েবসাইট এর মালিক কম্পানি থেকে টাকা পায়
ওয়েবসাইট তৈরি করে আয়
আপনি নিজে যদি ভালো মানের ওয়েবসাইট বানাতে পারেন তাহলে কেনে কম্পানিকে তাদের ওয়েবসাইট বানিয়ে দিয়ে আপনি ভালো টাকা আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে web development জানতে হবে।
আপনার বানানো ওয়েবসাইট গুলো flippa ওয়েবসাইট এর মাধ্যমে একসম সহজেই বিক্রি করতে পারবেন।
উপরে যেসকল বিষয়ের কথা আমি উল্লেখ করেছি সেসকল কাজ করে আপনি আপনার ওয়েবসাইট থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
আমি পোস্ট শেষ করার আগে আপনাদের আবারে বলছি যে আপনি যদি অনলাইন থেকে আয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে এর উপর সময় দিতে হবে। আপনি যদি একবার সফল হোন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
আমার আর্টিকেলে নিয়ে আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সুন্দর একটি ওয়েবসাইট বানিয়ে দিবো (Not Free)..
সবাই ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ