SEO মানে কি ? এবং কিভাবে করবেন, এই বিষয় নিয়ে আগেই আমি আপনাদের আর্টিকেলের মাধ্যমে সম্পূর্ণটা বুঝিয়ে বলেছি।
আজকের এই পোস্টে আমি আপনাদের অন পেইজ এসইও কি এবং কিভাবে আপনার ওয়েবসাইট এ অন পেইজ এসইও করবেন সেই বিষয়ে লিখবো
On page seo কি ? এবং অন পেজ এসইও এর কথা বললে শুধু ওয়েবসাইট এর আর্টিকেল এর কথা বললেই হবে না কারণ অন পেইজ এসইও এর সাথে সম্পূর্ণও ওয়েবসাইট টাই জড়তি।
এককথায় On page SEO টেকনিক এর কথা যখন বলা হয়, তখন আপনার সম্পূর্ণ ওয়েবসাইট এর ব্যবহার এবং বাস্তবায়ন এই দুটি শব্দ যোগ করাটা জরুরি।
আপনি যদি একজন সফল ব্লগার হতে চান তাহলে আপনাকে এসইও সম্পর্কে আধা জ্ঞান রাখলেই হবে না। আপনার জানা থাকতে হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য। তাহলেই আপনি আপনার ওয়েবসাইট এ ভিজিটর পাবেন।
অন পেইজ এসইও এর মাধ্যমে আমরা আমাদেরর ওয়েবসাইট এবং ওয়েবসাইট এ থাকা পোস্ট গুলো গুগলে rank করাতে পারি যার ফলে আমাদের ওয়েবসাইটে প্রচুর ভিজিটর আনা সম্ভব।
তো চলুন অন পেইজ এসইও সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিইঃ
বর্তমান সময়ে নিজেকে একজন ব্লগার হিসেবে প্রতিষ্টিত করাটা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে কারণ ইন্টারনেট এ এখন যেকোনো বিষয় নিয়ে অনেক ভালো ভালো কনটেন্ট। আছে সেগুলোকে পিছনে ফেলে আপনাকে সামনে যেতে অনেক কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি এসইও সম্পর্কে ভালো ভাবে না জানেন তাহলে এটা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে আবার যদি আপনি আপনার ওয়েবসাইটে এসইও এর সঠিক ব্যবহার করতে পারেন তবে আপনি গুগল থেকে অনেক ভিজিটর পাবেন। তবে অন পেইজ এসইও শুধু নিজের ওয়েবসাইটএএর মাঝেই সীমাবদ্ধ থাকে সহজ ভাষায় বলতে গেলেঃ আপনার ওয়েবসাইট এর ভিতরে সীমাবদ্ধ থেকে এসইও করাকে অন পেইজ এসইও বলে।আর্টিকেল এর মাঝে অন পেজ এসইও করা
আগে মানুষ ভাবতো যে নিজের আর্টিকেল গুলোতে বেশি বেশি keyword ব্যবহার করলেই এসইও হয়ে যাবে কিন্তু কথাটা ভুল যদি কেউ তার আর্টিকেল এর ভিতরে বেশি বেশি কিওয়ার্ড ব্যবহার করে তাহলে গুগলের ভাষা সেটাকে keyword stuffing বলে গণ্য হবে এবং আপনি এভাবে ১-২ মাস ভিজিটর পেলেও এর পর থেকে গুগল আপনার পোস্ট আর দেখাবে না। এর জন্য আর্টিকেল লেখা সময় আমাদের শুধু দরকারি জায়গা গুলোতেই কিওয়ার্ড ব্যবহার করবো। যাকে এসইও ফেন্ডলি কনটেন্ট বলা হয়। আর্টিকেল এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে যেগুলো জরুরী।ভিজিটরের সার্চ অনুসারে কনটেন্ট লেখা
ওয়েবসাইট এ আর্টিকেল লেখার সময় আমাদের অবশ্যই রাখতে হবে যে আমাদের লেখাটি এসইও ফেন্ডলি হয়ছে কিনা!! বার বার কিওয়ার্ড ব্যবহার না আমাদের সঠিক নিয়মে পোস্ট করতে হবে এবং ভিজিটর যে বিষয়টা জানতে এখানে আসবে সেটা সে জানতে পারবে কিনা এটা আমাদের নিশ্চিত হতে হবে। মূল কিওয়ার্ড সরাসরি ব্যবহার না করে তার সাথে বাড়তি কিছু কথা যোগ করে আর্টিকেল লিখতে হবে এগে গুগল আময়দা লেখা গুলো তাডাতাড়ি Rank করতে।ওয়েবসাইট এর লোডিং স্পিড বাডানো
আমরা যখন গুগলে কোন কিছু লিখে সার্চ দেই এবং রেজাল্ট এ আসা কোনো ওয়েবসাইট এ ঢুকি তখন যদি দেখি তাদের ওয়েবসাইট লোড নিতে বেশি সময় লাগছে তাহলে কিন্তু আমরা back করে অন্য ওয়েবসাইট এ ঢুকি। গুগলে rank করানোর জন্য স্পিড একটু গুরুত্বপূর্ণ বিষয় কারণ গুগল আপনার ওয়েবসাইট এ আসা ভিজিটরদের কথা মাথায় রেখে আপনার ওয়েবসাইট rank করাবে। যদি আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড অনেক কম হয় তাহলে আপনার ওয়েবসাইট গুগলে rank করানো অনেক কষ্টের ব্যাপার। আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড চেক করার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেনযেমনঃ
# Google page speed insights
#tools.pingdom
#gtmetrix
ইত্যাদি
পেইজ লোডিং টাইম কমানোর জন্য আপনাকে অবশ্যই ভালো কোনো ওয়েবসাইট থেকে হোস্টিং নিতে হবে কারন নরমাল হোস্টিং কম্পানি থেকে হোস্ট নিলে আপনার ওয়েবসাইট এর লোডিং টাইম অনেক বেশি হয়ে যাবে। এবং কোনো ইমেজ আপলোড দেওয়ার আগে সেটার সাইজ কম করে নিবেন এভাবেও লোডিং টাইম কমানো সম্ভব।