On Page SEO কি | কিভাবে অন পেইজ এসইও করতে হয়? (SEO Bangla Tutotial)

SEO মানে কি ? এবং কিভাবে করবেন, এই বিষয় নিয়ে আগেই আমি আপনাদের আর্টিকেলের মাধ্যমে সম্পূর্ণটা বুঝিয়ে বলেছি।

on page seo


 আজকের এই পোস্টে আমি আপনাদের অন পেইজ এসইও কি এবং কিভাবে আপনার ওয়েবসাইট এ অন পেইজ এসইও করবেন সেই বিষয়ে লিখবো On page seo কি ? এবং অন পেজ এসইও এর কথা বললে শুধু ওয়েবসাইট এর আর্টিকেল এর কথা বললেই হবে না কারণ অন পেইজ এসইও এর সাথে সম্পূর্ণও ওয়েবসাইট টাই জড়তি। এককথায় On page SEO টেকনিক এর কথা যখন বলা হয়, তখন আপনার সম্পূর্ণ ওয়েবসাইট এর ব্যবহার এবং বাস্তবায়ন এই দুটি শব্দ যোগ করাটা জরুরি। আপনি যদি একজন সফল ব্লগার হতে চান তাহলে আপনাকে এসইও সম্পর্কে আধা জ্ঞান রাখলেই হবে না। আপনার জানা থাকতে হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য। তাহলেই আপনি আপনার ওয়েবসাইট এ ভিজিটর পাবেন। অন পেইজ এসইও এর মাধ্যমে আমরা আমাদেরর ওয়েবসাইট এবং ওয়েবসাইট এ থাকা পোস্ট গুলো গুগলে rank করাতে পারি যার ফলে আমাদের ওয়েবসাইটে প্রচুর ভিজিটর আনা সম্ভব।

তো চলুন অন পেইজ এসইও সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিইঃ

বর্তমান সময়ে নিজেকে একজন ব্লগার হিসেবে প্রতিষ্টিত করাটা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে কারণ ইন্টারনেট এ এখন যেকোনো বিষয় নিয়ে অনেক ভালো ভালো কনটেন্ট। আছে সেগুলোকে পিছনে ফেলে আপনাকে সামনে যেতে অনেক কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি এসইও সম্পর্কে ভালো ভাবে না জানেন তাহলে এটা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে আবার যদি আপনি আপনার ওয়েবসাইটে এসইও এর সঠিক ব্যবহার করতে পারেন তবে আপনি গুগল থেকে অনেক ভিজিটর পাবেন। তবে অন পেইজ এসইও শুধু নিজের ওয়েবসাইটএএর মাঝেই সীমাবদ্ধ থাকে সহজ ভাষায় বলতে গেলেঃ আপনার ওয়েবসাইট এর ভিতরে সীমাবদ্ধ থেকে এসইও করাকে অন পেইজ এসইও বলে।

আর্টিকেল এর মাঝে অন পেজ এসইও করা

আগে মানুষ ভাবতো যে নিজের আর্টিকেল গুলোতে বেশি বেশি keyword ব্যবহার করলেই এসইও হয়ে যাবে কিন্তু কথাটা ভুল যদি কেউ তার আর্টিকেল এর ভিতরে বেশি বেশি কিওয়ার্ড ব্যবহার করে তাহলে গুগলের ভাষা সেটাকে keyword stuffing বলে গণ্য হবে এবং আপনি এভাবে ১-২ মাস ভিজিটর পেলেও এর পর থেকে গুগল আপনার পোস্ট আর দেখাবে না। এর জন্য আর্টিকেল লেখা সময় আমাদের শুধু দরকারি জায়গা গুলোতেই কিওয়ার্ড ব্যবহার করবো। যাকে এসইও ফেন্ডলি কনটেন্ট বলা হয়। আর্টিকেল এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে যেগুলো জরুরী।

ভিজিটরের সার্চ অনুসারে কনটেন্ট লেখা

ওয়েবসাইট এ আর্টিকেল লেখার সময় আমাদের অবশ্যই রাখতে হবে যে আমাদের লেখাটি এসইও ফেন্ডলি হয়ছে কিনা!! বার বার কিওয়ার্ড ব্যবহার না আমাদের সঠিক নিয়মে পোস্ট করতে হবে এবং ভিজিটর যে বিষয়টা জানতে এখানে আসবে সেটা সে জানতে পারবে কিনা এটা আমাদের নিশ্চিত হতে হবে। মূল কিওয়ার্ড সরাসরি ব্যবহার না করে তার সাথে বাড়তি কিছু কথা যোগ করে আর্টিকেল লিখতে হবে এগে গুগল আময়দা লেখা গুলো তাডাতাড়ি Rank করতে।

 ওয়েবসাইট এর লোডিং স্পিড বাডানো

আমরা যখন গুগলে কোন কিছু লিখে সার্চ দেই এবং রেজাল্ট এ আসা কোনো ওয়েবসাইট এ ঢুকি তখন যদি দেখি তাদের ওয়েবসাইট লোড নিতে বেশি সময় লাগছে তাহলে কিন্তু আমরা back করে অন্য ওয়েবসাইট এ ঢুকি। গুগলে rank করানোর জন্য স্পিড একটু গুরুত্বপূর্ণ বিষয় কারণ গুগল আপনার ওয়েবসাইট এ আসা ভিজিটরদের কথা মাথায় রেখে আপনার ওয়েবসাইট rank করাবে। যদি আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড অনেক কম হয় তাহলে আপনার ওয়েবসাইট গুগলে rank করানো অনেক কষ্টের ব্যাপার। আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড চেক করার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন 
যেমনঃ
 # Google page speed insights 
#tools.pingdom 
#gtmetrix 
ইত্যাদি পেইজ লোডিং টাইম কমানোর জন্য আপনাকে অবশ্যই ভালো কোনো ওয়েবসাইট থেকে হোস্টিং নিতে হবে কারন নরমাল হোস্টিং কম্পানি থেকে হোস্ট নিলে আপনার ওয়েবসাইট এর লোডিং টাইম অনেক বেশি হয়ে যাবে। এবং কোনো ইমেজ আপলোড দেওয়ার আগে সেটার সাইজ কম করে নিবেন এভাবেও লোডিং টাইম কমানো সম্ভব।

on page seo


 

keyword গুলো কিভাবে কোথায় ব্যবহার করবেন

আপনি যে কিওয়ার্ডকে ফোকাস করে আর্টিকেল লিখছেন সেটা যদি বার বার ব্যবহার করেন তবে সেটা ভালো হবে না। কিওয়ার্ডটি অবশ্যই আপনার আর্টিকেল এর টাইটেল এ রাখতে হবে এবং এরপর আপনার আর্টিকেল এর url এ কিওয়ার্ড রাখতে হবে। আর্টিকেল এর প্রথমেই একবার বা দুবার কিওয়ার্ড ব্যবহার করতে হবে। h ট্যাগ এর মাঝে এক থেকে দুবার আপনার কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এভাবে কিওয়ার্ড গুলি ব্যবহার করলে গুগল সহজেই আপনার আর্টিকেল সম্পর্কে ধারণা পেয়ে যাবে

ইমেজ গুলোতে alt ট্যাগ ব্যবহার করবেন

আমরা আর্টিকেল এ যেসব ইমেজ আপলোড করি গুগল সেগুলো বুঝতে পারে না। তাই আমাদেরকে ইমেজ আপলোড দেওয়ার পর সেগুলোতে Alt ট্যাগ ব্যবহার করতে হবে এগে গুগল সহজেই বুঝতে পারবে আপনি কিসের ইমেজ ব্যবহার করেছেন।

সহজেই পড়া এবং বোঝা যায় এমন আর্টিকেল লিখা

আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে ভিজিটর রা যেন সহজেই আপনার আর্টিকেল টি বুঝতে পারে এমন আর্টিকেল লিখতে হবে কারণ তারা যদি আপনার আর্টিকেল বুঝতে না পারে তাহলে তারা আপনার ওয়েবসাইট থেকে চলে গিয়ে অন্য ওয়েবসাইট এ ঢুকবে।

internal লিংক ব্যবহার করা

আমরা অনেক সময় অনেকের পোস্টে এমন লিংক গুলো দেখি যেখানে ক্লিক করলে সেই ওয়েবসাইট এরই অন্য একটি পেইজে চলে যায় এসব লিংক কে বলা হয় internal লিংক। SEO এর ক্ষেত্রে internal লিংক বড় ভূমিকা পালন করেন।

External লিংক ব্যবহার করা

আপনার লেখা আর্টিকেল এ অবশ্যই কোনো কোনো ওয়েবসাইট এর লিংক দিতে হবে তবে সেটা দিতে হবে প্রয়োজন মতে।

প্রতিদিন আর্টিকেল পাবলিশ করা

আপনাকে চেষ্টা করতে হবে যেন প্রতি সপ্তাহে যেন ৪-৫ টা পোস্ট করতে পারেন। কারণ গুগলে দেখে কোন কোন ওয়েবসাইট প্রতিনিয়ত ভালো ভালো পোস্ট করে। যেসব ওয়েবসাইট নিয়মিত পোস্ট করে না তাদের rank কমে যাবে। আশা করি আপনি অন পেইজ এসইও সম্পর্কে ভালে ধারণা পেয়েছেন। আপনার ওয়েবসাইটে আর্টিকেল লেখার সময় অবশ্যই উপরে উল্লেখ করা নিয়ম গুলো আপনাকে অনুসরণ করতে হবে। না হলে গুগল কখনোই আপনার ওয়েবসাইট rank করাবে না। আপনি যদি সকল নিয়ম মেনে চলেন তাহলে আশা করা যায় আপনার ওয়েবসাইট এ ভালো ভিজিটর আসবে। SEO এর সকল নিয়ম এবং আপডেট জানতে ভিজিট করবেনঃ Search Engine Journal আমাদের সাথে থাকে জন্য ধন্যবাদ।
Post a Comment (0)
Previous Post Next Post