পোস্টের টাইটেল দেখেই হয়ত আপনারা বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো।
Facebook Off Futute Activity
আপনারা হয়ত অনেকেই জানেন না যে ফেসবুকের একটি অপশন আছে যেটা যদি আপনি চালু করে রাখেন তাহলে
ফেসবুক জানতে পারবে আপনার ফোন দিয়ে কি কি কাজ করেন বা কোন কোন এপ ব্যবহার করেন। এটা হয়ত আমাদের কাছে হুমকিস্বরুপ না হলেও এটা আমাদের প্রাইভেসি নষ্ট করে।
তাই আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ফেসবুকের এই অপশন টি বন্ধ করে রাখবেন।
তো চলুন শুরু করা যাক
প্রথমে আপনাকে কোনো ব্রাউজার বা ফেসবুকের অফিশিয়াল এপ থেকে আপনার Account এ লগইন করে নিবেন। তারপর আপনি Menu থেকে Setting এ যান। তারপর একটু নিচের দিলে নামলে off future activity নামে একটা অপশন পাবেন ঐ বাটনে ক্লিক করে ভিতরে ঢুকুন।
তারপর more options যান এবং তারপর manage future activity তে যান।
সবশেষে future off activity ক্লিক করে অপশনটি বন্ধ করে দিন।
ব্যস আপনার কাজ শেষ। এরপর ফেসবুক আর আপনার উপর নজর রাখতে পারবে না।
সবাই নিজেরদের Account এ এই অপশনটি বন্ধ করে দিবেন
আমাদের সাথে থাকার জন্ম ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন টিপস পেতে আমাদের ব্লগটি ভিজিট করুন।