কিভাবে আপনার ওয়েবসাইট এর জন্য ডোমেইন নেইম সিলেক্ট করবেন
আমরা আমাদের প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ওয়েবসাইট বানিয়ে সেটা গুগলে Rank করাতে চাই। আমরা জানি ওয়েবসাইট বানাতে আমাদের যা লাগবে সেটা হলো একটি ডোমেইন এবং ওয়েব হোস্টিং। ডোমেইন হোস্টিং কেনার জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট Namecheap এবং Godaddy..এবার আসল বিষয়ে আসা যাকঃ
আপনি যদি আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে প্রথমেই Keywords Research এবং ডোমেইন নেইম সিলেক্ট করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে আপনার ডোমেইন এর মাঝে যেন main কি-ওয়ার্ড অবশ্যই থাকে। ধরুন আপনার নাম Riyad Hasan Bappy এবার আপনি আপনার নাম দিয়ে ডোমেইন কিনতে চান তাহলে আপনার প্রথম ধারণা মতে ডোমেইন হবে www.riyadhasanbappy.com কিন্তু এত বড় ডোমেইন নিলে আপনার ওয়েবসাইট কোনো দিন র্যাঙ্ক পাবে না কারণ গুগল কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করে সেই ওয়েবসাইট এ আসা ভিজিটরদের উপর ভিত্তি করে। আপনার ভিজিটররা তো আপনার ডোমেইন নেইম মনেই রাখতে পারবে না গুগল কিভাবে র্যাঙ্ক করবে। তারপর যদি আপনি শুধু Ridoy.com বা bappy.com এই ডোমেইন কিনতে চান তাহলেও সমস্যা কারণ বর্তমানে ৩,৪,বা ৫ অক্ষর এর কোনো ডোমেইন এখন Available পাওয়া যায়,, তাই আপনাকে bappy এর আগে বা পরে কোনো কিছু যোগ করে ডোমেইন কিনতে হবে তবে এখানে আপনি যদি www.rhbappy.com এই ডোমেইন টি নিতে চান তাহলে আমি বলবো আপনি এই রকম ডোমেইন নিবেন না যেগুলোতে মেইন কি-ওয়ার্ড এর আগে কিছু অক্ষর থাকে এর থেকে আপনি যদি www.bappybd.com বা www.bappyblog.com এই রকম ডোমেইন নেন তাহলেই ভালো হবে। এখানে আপনার মেইন কি-ওয়ার্ড bappy, গুগল এর নিয়ম অনুযায়ী www. এর খুব কাছাকাছি আমাদের মেইন কি-ওয়ার্ড দিয়ে ডোমেইন সিলেক্ট করতে হবে। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য উপরের ডোমেইন গুলো উল্লেখ করেছি। একেক ক্ষেত্রে ডোমেইন নেইম একেক রকম হতে পারে এটা আপনার Business এর উপর নির্ভর করে। আর একটা জরুরি কথা বলে নেই,গুগলো র্যাঙ্ক পেতে আপনাকে অবশ্যই Top Label Domain(TLD) কিনতে হবে যেমনঃ. com /. net /.org. তবে net এবং org এই দুইটার থেকে com নেইম টা বেশি ব্যবহার করা হয়। আশা করি আমার লেখাটি বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে অথবা আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন।
যদি আমার লেখাটি আপনার ভালো লেগে থাকে তাহলে লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
SEO এবং Online Income বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ