কিছু দরকারি SEO Tools | SEO Tools গুলো এক নজরে দেখে নিন

আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাকে কিছু দরকারি এসইও টুলস নিয়ে কথা বলবো যেগুলো ব্যবহার করলে SEO আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। 

best seo tools

 তো চলুন শুরু করা যাকঃ বর্তমান প্রযুক্তির যুগে এখন সকল প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির একটি নিজস্ব ওয়েবসাইট থাকে। সেই ওয়েবসাইট গুলো সকলের সামনে তুলে ধরতে ওয়েবসাইট এ এসইও করা হয়। এসইও করলে আপনি আপনার ওয়েবসাইট এ ভালো পরিমাণে ভিজিটর পাবেন। নিচে কিছু টুলস এর নাম উল্লেখ করা হলো যেগুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইটটি খুব সহজেই এসইও করতে পারবেন।।

Article Rewriter

এই টুলস ব্যবহার করে আপনি অন্য কোনো আর্টিকেল এর কপি বানাতে পারবেন,,এই টুলস ব্যবহার করলে নতুন আর্টিকেল এ আগের আর্টিকেল এর মতো শব্দ গুলো একই থাকে কিন্তু Alternative synonym ব্যবহার করে আর্টিকেল টিকে সাজিয়ে দেয়।

Plagiarism Checker

এই টুলস এর মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার আর্টিকেলটি কপি মুক্ত কিনা!! আপনি কোনো টেক্সট এখানে ইনপুট করে তারা দেখাবে আপনার ইনপুট করা লেখার মতো অনলাইনে অন্য কোনো লেখা আছে কি না।

Backlink Maker

আমি আমার আগের Off Page SEO এর মাঝে আপনাদের বলেছিলাম Backlink হলো এসইও এর জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাকে অবশ্যই ভালো কোনো ওয়েবসাইট এর থেকে ব্যাকলিংক নিতে হবে। তবে আপনি যদি ব্যাকলিংক বিষয়ে ভালো ভাবে না বুঝেন তাহলে এই টুলস ব্যবহার করে আপনি Auto Backlink তৈরি করে নিতে পারবেন। এই এভাবে অটো টুলসগুলো ব্যবহার না করে আওনি যদি নিজে ভালো কোনো ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইট এর জন্য ব্যাকলিংক নেন তাহলেই ভালো হয়।

Meta Tag Generator

ওয়েবসাইট এসইও করার জন্য Meta Tag কার্যকরী ভূমিকা পালন করে। তবে আপনি যদি মেটা ট্যাগ বানাতে চান তাহলে আপনাকে Basic HTML জানতে হবে তবে কোনো চিন্তা নেই এই টুলসটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য মেটা ট্যাগ বানিয়ে নিতে পারবেন।

Meta Tag Analyzer

আপনার ওয়েবসাইট এর মেটা ট্যাগ ঠিক আছে কিনা কিংবা অন্য যেকোনো ওয়েবসাইট এর মেটা ট্যাগ দেখতে এই টুলসটি ব্যবহার করতে পারেন।

Keyword Position Checker

SEO এর ক্ষেত্রে প্রথম ধাপই হলো Keyword সিলেক্ট করা বা রিসার্চ করা। আপনি এই টুলসটি ব্যবহার করে keyword এর position দেখে নিতে পারবেন এবং আপনি যদি আমার keyword রিসার্চ নিয়ে আর্টিকেলটি না পড়ে থাকেন তাহলে এখান থেকে দেখে আসতে পারেন ( What Is Keyword Research

Robot.txt Generator

এই টুলস এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য Robots.Txt বানিয়ে নিতে পারবেন।

XML Sitemap Generator

আপনার ওয়েবসাইট এর সব গুলো পেইজ এবং পোস্ট গুগলে ইনডেক্স করতে sitemap এর প্রয়োজন হবে। এই টুলসটি ব্যবহার করে সাইটম্যাপ তৈরি করে নিতে পারবেন।

Backlink Checker

কোন ওয়েবসাইট এর কত গুলো ব্যাকলিংক আছে সুটা বের করতে এই টুলস ব্যবহার করতে পারেন।

Word Counter

আপনার আর্টিকেল এ কত গুলো ওয়ার্ড আছে তা চেক করতে এই টুল ব্যবহার করতে পারেন

Link Analyzer

যে কোন সাইটের যে কোন Page এর internal, external, no-follow ইত্যাদি তথ্য গুলো জানতে Use করুন এই SEO Tools টি। ।

Domain Authority Checker

যেকোনো ওয়েবসাইট এর DA চেক করার জন্য এই টুলসটি ব্যবহার করতে পারবেন।

Pagespeed Insights Checker

যেককোনো ওয়েবসাইট এর পেইজ লোডিং সহ আরো বিভিন্ন তথ্য পেতে গুগলের এই টুলসটি ব্যবহার করতে পারবেন। আজকে এই পর্যন্তই,আশা করি আজকের আমার এই পোস্টটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Post a Comment (0)
Previous Post Next Post