OfF Page SEO কি? | অফ পেইজ এসইও কেন করবেন?| SEO Tutorial

SEO (Search Enging Optimaization) হলো একটা ওয়েবসাইট এ ট্রাফিক আনার এককমাত্র কার্যকরী কৌশল।
off page seo


 এসইও করার ফলে আপনার ওয়েবসাইট টি নিদির্ষ্ট একটি কিওয়ার্ড এর উপর ভিত্তি করে গুগল এর সার্চ রেজাল্ট পেইজে সবার উপরে আসতে পারেন। যার ফলে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু করবে এখন যা হতে পারে আপনার আয়ের একটি বড় উৎস। এসইও কি? কিভানে এসইও করতে হয় তা আমি আপনাদের আগে জানিয়েছি। কেউ যদি সেই পোস্ট না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেনন। আপনারা ইতিমধ্যে জানেন এসইও সাধারনত দুই প্রকারঃ ১/ অন পেইজ এসইও ২/ অফ পেইজ এসইও অন পেইজ এসইও সম্পর্কে এর আগের পোস্টে আমি আপনাদের জানিয়েছি যা এখান থেকে দেখে নিতে পারেন What Is on page SEO আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অফ পেইজ এসইও নিয়ে। (What Is Off Page SEO) তো চলুন শুরু করা যাকঃ

অফ পেজ এসইও (off-page SEO) কি ?

এর আগে যখন আমরা অন পেইজ এসইও নিয়ে কথা বলেছিলাম তখন জেনেছি অন পেইজ এসইও শুধু ওয়েবসাইট এর ভিতরেই সীমাবদ্ধ থাকে এবং যার মাধ্যমে ওয়েবসাইটটিকে সুন্দর করে সাজানো যায়। কিন্তু অফ পেইজ এসইও টা হলো আসলে মার্কেটিং এর মতো সহজ ভাষায় বলতে বিভিন্ন ভালো ভালো ওয়েবসাইট এ আপনার নিজের ওয়েবসাইট এর লিংক দেওয়াকে অফ পেইজ এসইও বলে। এটা এমন একটা সিস্টেম যার মাধ্যমে আপনার ওয়েবসাইট SEO করতে পারবো ওয়েবসাইট এর ভিতরে কোনো কাজ না করেই। আপমি যদি কোনো ভালো ভালো ওয়েবসাইট এ আপনার সাইট লিংক দিতে পারেন তাহলে গুগল বুঝে আপনার ওয়েবসাইট এর চাহিদা অনেক বেশি এবং গুগল আপনার ওয়েবসাইট Rank করবে।

অফ পেজ এসইও কিভাবে করতে হয়?

এখন চলুন জেনে নেই অফ পেইজ এসইও করতে আমাদেরর কি কি কাজ করতে হবে।

 Backlink তৈরি করা 

ব্যাকলিংক অর্থ অন্য যেকোনে ওয়েবসাইট এ আপনার ওয়েবসাইট এর লিংক থাক সহজ ভাষায় বলতেঃ মূলত ব্যাকলিংক তৈরি করাকেই Off page Optimaization বলা হয়।। আপনি যত ভালো ওয়েবসাইট (যেগুলোর ডোমেইন অথোরিটি DA এবং পেইজ অথোরিটি PA ভালো) এর থেকে ব্যাকলিংক নিতে পারবেন গুগল আপনার ওয়েবসাইটকে আরো বেশি Rank করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে প্রচার

off page seo এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে প্রচার একটি গুরুত্বপপূর্ণ বিষয়। আপনার ওয়েবসাইট এর নামে অবশ্যই আপনার নানা ধরনের সোশ্যাল মিডিয়াতেন Account থাকতে হবে এবং আপনার ওয়েবসাইট গুলোতে থাকা পোস্ট গুলো নিয়ে সেই Account গুলোতে আপনাকে একটিভ থাকতে হবে। এককথায় বলতে আপনার ওয়েবসাইট এর নাম নিয়ে Facebook,Twitter,Instragram,Linkedin এসব High Quality ওয়েবসাইট এ পেইজ বা প্রোফাইল খুলতে হবে। তারপর আপনার ওয়েবসাইটে থাকা আর্টিকেল গুলোর লিংক দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে যদি কেউ আপনার শেয়ার করা লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে প্রবেশ করে তাহলে আপনি valid social traffic পাবেন।

প্রশ্ন-উত্তর ওয়েবসাইট গুলোতে ব্যাকলিংক তৈরি করা

QuoraYahoo Answer এর মতো কিছু ওয়েবসাই যেগুলো তে আপনার ওয়েবসাইট এর লিংক শেয়ার করে ভালো ট্রাফিক পেতে পারেন এবং এসব ওয়েবসাইট এর High Quality DA থাকার জন্য গুগল আপনার ওয়েবসাইটকে ভালো নজরে দেখবে। তবে লোকেরা যেসব বিষয়ে জানতে চায় ঐ বিষয়ে আপনার ওয়েবসাইটে যদি কোনো আর্টিকেল থাকে তবে সেই লিংক গুলোই আপনাকে শেয়ার করতে হবে।

সোশ্যাল বুকমার্ক ওয়েবসাইটে ব্যাকলিংক করা

যেসব ওয়েবসাইট এ লোকেরা নিজের বা অন্য যেকোনো ওয়েবসাইট বা পেইজ এর লিংক বুকমার্ক করে রাখে এবং সবাকে শেয়ার করে সেসব ওয়েবসাইট কে সোশ্যাল বুকমার্ক সাইট বলা হয়। আপনি যদি এসব ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইট এর জন্য ব্যাকলিংক নিতে পারে তাহলে এটা আপনার জন্য প্লাস হবে। এরকম কিছু ওয়েবসাইট এর লিংক নিচে দেওয়া হলোঃ Reddit || StumbLeupon || TumblrTumblr || Pinterest

ব্লগ ডিরেক্টরি সাবমিশন

এই পদ্ধতিটি আগে থেকে অনেক কার্যকর,, নিচে কিছু ওয়েবসাইট লিংক দেওয়া হলো সেগুলো তে আপনি আপনার ওয়েবসাইট এর লিংক সাবমিট করে high quality ব্যাকলিংক পেতে পারেনঃ https://www.indiblogger.in/ https://10directory.com/ https://www.blogadda.com/ https://www.thewebdirectory.org/ https://boingboing.net/ ইত্যাদি। আজকে এই পর্যন্তই,,আজকের পোস্টের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের জানতে পারেন। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Post a Comment (0)
Previous Post Next Post